ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কঠিন হলেও ভালো করা সম্ভব: মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
কঠিন হলেও ভালো করা সম্ভব: মাশরাফি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জয়ের শেষ হাসি হেসেছে একাধিকবার। ২০১০ সালের সিরিজটির কথাই ধরা যাক। ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আসা সফরকারী কিউদের ৪-০ তে হারিয়ে প্রথমবারের মতো দলটিকে লজ্জা দিয়েছিল মুশফিকুর রহিমের দল।

মিরপুর থেকে: দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জয়ের শেষ হাসি হেসেছে একাধিকবার। ২০১০ সালের সিরিজটির কথাই ধরা যাক।

৫ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আসা সফরকারী কিউদের ৪-০ তে হারিয়ে প্রথমবারের মতো দলটিকে লজ্জা দিয়েছিল মুশফিকুর রহিমের দল। বলে রাখা ভালো ওই সিরিজের একটি ম্যাচ বৃষ্টি বাধায় পণ্ড হয়ে গিয়েছিল।

এর তিন বছর পর আবার তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আসা ব্ল্যাকক্যাপসদের আবার ৩-০ তে হারিয়ে দলটির বিপক্ষে দ্বিতীয়বারের মতো সিরিজ জয়ের গৌরব লাভ করে লাল-সবুজের দল।

শুধু ওয়ানডেই কেন, টেস্টেও শক্তিশালী দলটির বিপক্ষে নিজেদের মাটিতে ড্র’য়ের রেকর্ডও আছে। তবে টি-টোয়েন্টি ফরমেটে কিউদের বিপক্ষে এখনও একটি জযের দেখা মেলেনি।

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশর জয়ের রেকর্ড এমন গৌরবোজ্জ্বল হলেও, নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ফলাফল দেখলে যে কেউই অবাক হবেন। কেননা এই পর্যন্ত নিউজিল্যান্ডে গিয়ে কোনো ফরমেটে একটি জয়ও পায়নি বাংলাদেশ।

সঙ্গত কারণেই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চাইছেন আসন্ন সিরিজ দিয়েই কিউদের মাটিতে বাংলাদেশের হারের গ্লানি ঘোঁচাতে। তবে কাজটিকে কঠিন বললেন টাইগার অধিনায়ক, ‘এটা বলা খুব কঠিন। অনেক বড় দলও নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারাতে পারে না। আমরা পারবো না, সেটাও না। ভালো খেলতে পারলে অবশ্যই সম্ভব। কিন্তু কাজটি অনেক কঠিন। ’

বিগত দিনগুলোতে ক্রিকেটে বাংলাদেশের কাছে অনেক কিছুই এতদিন কঠিন ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বাংলাদেশই এখন ওই কঠিন কাজগুলোকে সহজ করে ফেলেছে। চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে। হয়ে উঠছে এশিয়ার ক্রিকেটের পরাশক্তি। সেই বিবেচনায় মাশরাফিরা কঠিন কাজটিকেও সহজ করতে পারবেন, এদেশের ষোলো কোটি মানুষ সেটা ভাবতেই পারে। কেননা, এই মাশরাফি-মুশফিকরাই তাদের ভাবতে শিখিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ৯ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।