ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

ক্রিকেট

অজি ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
অজি ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন ধোনি

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলছে সফরকারী ভারত। তাই, আপাতত কোনো ব্যস্ততা নেই সাদা পোশাকে না খেলার সিদ্ধান্ত নেওয়া ভারতের সীমিত ওভারের দলপতি মহেন্দ্র সিং ধোনির।

তাকে দেখা যাবে অস্ট্রেলিয়ার মাটিতে একাডেমিক ক্রিকেটারদের নিয়ে কাজ করতে।

সেদেশের খুদে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন ধোনি। তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রেগ ম্যাকডারমট ইন্টারন্যাশনাল ক্রিকেট একাডেমি (সিএমআইসিএ)৷

এই একাডেমিতে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট প্রশিক্ষণও দেওয়া হয়। সেখান থেকে স্পোর্টস সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্টের উপর চার বছরের ব্যাচেলর ডিগ্রিও নেওয়া যাবে। যেখানে ক্রিকেটের উপরেই বেশি জোর দেওয়া হবে।

মেন্টর হিসেবে এই একাডেমিতে দায়িত্ব পাওয়া ২০১১ বিশ্বকাপ জয়ী দলপতি ধোনি জানান, ‘আমার কাছে ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার এটাই সেরা মঞ্চ বলে মনে হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে শিশুরা ক্রিকেটের পাশাপাশি নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। ’

ধোনি আরও যোগ করেন, ‘ক্রিকেটের ডিগ্রি নেওয়ার পাশাপাশি এখনকার বুদ্ধিমান বাচ্চারা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারবে। পরবর্তী সময় তারা যে কোনো একটা দিক বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। ’

ধোনির মতে, অস্ট্রেলিয়ার মাটিতে খুদে ক্রিকেটারদের সঙ্গে কাজ করলে এবং তাদের সঙ্গে সময় কাটালে তা ভারত-অস্ট্রেলিয়া দুই দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।