ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

ক্রিকেট

আবারও জ্বলে উঠলেন মাহমুদুল্লাহ রিয়াদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আবারও জ্বলে উঠলেন মাহমুদুল্লাহ রিয়াদ

ঢাকা: বড় ম্যাচের ক্রিকেটারখ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ আবারও জ্বলে উঠলেন টাইগারদের বাঁচা-মরার লড়াইয়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সোমবার (২১ মার্চ) বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আগুন ঝরালেন তার ব্যাটে।

খেললেন ৪৯ রানের দুর্দান্ত ইনিংস। তবে, নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ায় তিনি বঞ্চিত হয়েছেন অর্ধশতক থেকে।

দলের প্রয়োজনে ২৯ বলের এই ঝড়ো ও কার্যকর ইনিংস খেলার পথে রিয়াদ ছক্কা হাঁকিয়েছেন একটি। আর চার মেরেছেন ৭টি। রিয়াদের ঝড়েই শেষ তিন ওভারে ৪৪ রান এসেছে বাংলাদেশ দলের স্কোরকার্ডে।

রিয়াদের ঝড়ের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং ১৫৬ রান।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।