ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভোট দিয়ে সেরা বানাতে পারেন মুস্তাফিজকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ভোট দিয়ে সেরা বানাতে পারেন মুস্তাফিজকে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ উদীয়মান তারকা ক্রিকেটারদের অভিষেক নিয়ে পাঠক জরিপ চালাচ্ছে। যেখানে ভোট দিয়ে নিজের পছন্দের ক্রিকেটারকে শীর্ষস্থানে দেখার সুযোগ করে দিয়েছে ‘ক্রিকইনফো’।

এ তালিকায় রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

ওয়ানডে অভিষেক ম্যাচেই স্বপ্নের মতো ৫ উইকেট পেয়েছিলেন ‘কাটার স্পেশালিস্ট’ খ্যাত মুস্তাফিজ। একই ফরমেটের ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে ঝাঁকুনি দেওয়া এই তরুণ পেসার ভারতের মতো পরাশক্তির দলকে একাই সিরিজে হারিয়ে দিয়েছেন।

অভিষেকের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট তুলে মুস্তাফিজ গড়েছেন বিশ্বরেকর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের সদস্য হন তিনি।

অভিষেক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘ক্রিকইনফো’র বিচারকরা বিজয়ী নির্ধারণ করবেন সাধারণ পাঠকদের ভোটে। চাইলে আপনিও সে ভোটে অংশ নিয়ে মুস্তাফিজকে জয়ী করতে পারেন।

ক্রিকইনফোর সাইটে গিয়ে মুস্তাফিজকে আপনিও ভোট দিতে পারবেন। এই লিংকে গিয়ে দশ জনের মধ্যে থাকা মুস্তাফিজের ছবিতে ক্লিক করতে হবে আপনাকে। তাতে টাইগার এ পেসারের ছবিটি লাল ব্যাকগ্রাউন্ডে ঢেকে যাবে।

ছবিতে ক্লিক করে নিচে আপনার নাম এবং ই-মেইল আইডি পূরন করতে হবে। এরপর নিচে ‘ভোট নাউ’ লেখায় ক্লিক করলে আপনার দেয়া মূল্যবান ভোটটি পেয়ে যাবেন মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।