ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ডারবানে প্রোটিয়াদের হার এড়ানোর লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ডারবানে প্রোটিয়াদের হার এড়ানোর লড়াই ছবি: সংগৃহীত

ঢাকা: ডারবান টেস্টে ৪১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ চার উইকেটে ১৩৬ রান। চার ম্যাচ সিরিজে লিড নিতে পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডের চাই ছয় উইকেট।

ম্যাচ বাঁচানো কিংবা হার এড়ানোর লড়াইয়ে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটের দিকে তাকিয়ে প্রোটিয়ারা।

স্কোর: ইংল্যান্ড – ৩০৩ ‍ও ৩২৬
দ. আফ্রিকা – ২১৪ ও ১৩৬/৪

বুধবার (৩০ ডিসেম্বর) জয়ের জন্য ডি ভিলিয়ার্সদের আরো ২৮০ রান করতে হবে। হাতে রয়েছে ছয়টি উইকেট। তাই বলাই বাহুল্য, জয় নয়, প্রোটিয়াদের লক্ষ্য জুড়েই থাকবে হার এড়িয়ে ম্যাচ ড্র করা!

সে লক্ষ্যেই হাঁটছেন ডি ভিলিয়ার্স। ৮৩ বল মোকাবেলায় ৩৭ রানে অপরাজিত রয়েছেন এবি। অন্য প্রান্তে থাকা ডেল স্টেইন এখনো রানের খাতা খোলেননি। অার তৃতীয় দিনে আউট হওয়ার আগে ডিন এলগার (৪০), স্টিয়ান ভ্যান জিল (৩৩), অধিনায়ক হাশিম আমলা (১২) ও ফাফ ডু প্লেসিস ৬৬ বল খেলে ৯ রান করেন।

ইংলিশদের হয়ে (দ্বিতীয় ইনিংস) তিনটি উইকেট লাভ করেন স্টিভেন ফিন। অার ভ্যান জিলকে ক্লিন বোল্ড করেন বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।