ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

খাজা ফেরায় বাদ পড়লেন মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
খাজা ফেরায় বাদ পড়লেন মার্শ ছবি: সংগৃহীত

ঢাকা: হোবার্ট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮২ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েও দলের জায়গা হারালেন শন মার্শ। অার হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে এক মাস পর অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ফিরেছেন উসমান খাজা।



অন্যদিকে, বাদ পড়ার আশঙ্কায় থাকলেও নিজের জায়গা ধরে রেখেছেন ওপেনার জো বার্নস। মূলত, দুর্দান্ত ফর্মে থাকা খাজা ফিটনেস ফিরে পাওয়াতেই অজি দলের একজনের বাদ পড়াটা অবধারিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত শন মার্শকেই ‘বলির পাঠা’ করেছেন নির্বাচকরা।

শনিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) টেস্ট মাঠে গড়াবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে অজিরা।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবায় স্বাগতিকরা। হোবার্ট টেস্টের স্কোর ছিল এরকম, অস্ট্রেলিয়া – ৫৮৩/৪ ডিক্লে. (অ্যাডাম ভোজেস ২৬৯ অপা., শন ‍মার্শ ১৮২), ও. ইন্ডিজ- ২২৩ ও ১৪৮।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।