ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন স্টিভ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন স্টিভ সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিজেদের মাঠে খেলা হওয়ার কারণে ম্যাককালামরা কিছুট‍া এগিয়ে থাকবে।

সেটিই জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ‍বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ। অকল্যান্ডের ইডেন পার্কে ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই দাপুটে জয় পায় কিউইরা। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচেই অজিদের বিপক্ষে ১১১ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পায় ইংলিশরা। বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করেই দু’দলকে সন্তুষ্ট থাকতে হয়।

সাবেক অজি ক্রিকেটার স্টিভ ওয়াহ বলেন, ‘আমার মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডই পরিষ্ক‍ার ফেভারিট থাকবে। বিশ্বকাপের পারফরম্যান্সে কিউইরা এ মুহূর্তে খুবই আত্মবিশ্বাসী। অকল্যান্ডের ইডেন পার্ক গ্রাউন্টটি একট‍ু ভিন্ন ধরণের। ঐ পরিবেশে কিউইরা খেলে অভ্যস্ত। আমাদের জন্য সেখানে খেলাটা একটু কঠিনই হবে। ’

বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আরও বলেন, ‘আমাদের দলটিও বেশ শক্তিশালী। আমরা যেকোনো দলকেই হারাতে পারি। তবে, কিউইররা বেশ ছন্দে রয়েছে। ম্যাচটি যাদের নিয়ন্ত্রনে থাকবে তারাই জিতবে। তবে, স্বাগতিক নিউজিল্যান্ড যে এগিয়ে থাকবে সেটি ভুলে গেলে চলবে না। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।