ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে প্রথম-শ্বাসরুদ্ধকর জয় আফগানদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বিশ্বকাপে প্রথম-শ্বাসরুদ্ধকর জয় আফগানদের

ঢাকা: বিশ্বকাপ মঞ্চে প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। ডানেডিনে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্কটল্যান্ডকে এক উইকেটে হারিয়েছে তারা।

পুল এ’ এর ম্যাচটিতে দু‘দলের বোলাররাই রাজত্ব করেছেন। তবে, সামিউল্লাহ সেনওয়ারির ৯৬ রানের ঝলমলে ইনিংসে ভর করে শেষ হাসি হাসলো আফগানরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। শাপুর জাদরানের  বোলিং তোপে স্কটিশরা ২১০ রানেই অলআউট হয়ে যায়। ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই লক্ষ্যেই পৌঁছে যায় আফগানরা।

দুই আফগান ওপেনারের চমৎকার শুরু
২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ ভালোই শুরু করেছিলেন দুই আফগান ওপেনার নওরোজ মঙ্গল ও জাভেদ আহমেদি। আট ওভারেই দু’জন যোগ করেন ৪২ রান। তবে, দলীয় ৪২ রানর মাথায় নওরোজ মঙ্গলকে বোল্ড করে স্কটিশদের  প্রথম ব্রেক-থ্রো এনে দেন ইভান্স।

জাভেদ আহমাদির হাফ সেঞ্চুরি ও আফগানদের ব্যাটিং ধস
দলীয় ৪৬ রানের মাথায় আসগর স্তানিকজায়ের উইকেট হারালেও আফগানদের এগিয়ে নিচ্ছিলেন জাভেদ আহমাদি। ৫১ বলে ৫১ রান করে বেরিংটনের বলে তার আউট হওয়ার পরই ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ। একপর্যায়ে ৯৭ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে এশিয়ার দলটি।

সামিউল্লাহ সেনওয়ারির লড়াই
বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে নেমে ত্রাতা হিসেবে আবির্ভূত হন সেনওয়ারি। এমনকি তার ব্যাটেই জয়ের স্বপ্ন দেখতে থাকে আফগানরা। কিন্তু সেনওয়ারি ৯৬ রান করে দলীয় ১৯২ রানের মাথায় মজিদ হকের বলে আউট হয়ে গেলে ফের শঙ্কা বাড়ে আফগানদের। মজিদ হকের ৪৭তম ওভারে টানা তিনটি ছয় মেরে দলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছিলেন এই সেনওয়ারিই।

শাপুর জাদরানের সাহসী ব্যাটিংয়ে এলো জয়
সেনওয়ারির বিদায়ের পর শেষ উইকেটে শাপুর জাদরানের সাহসী ব্যাটিংয়ে জয় পায় আফগানিস্তান। ১২ রানে অপরাজিত ছিলেন শাপুর জাদরান।

দাপট ছিল আফগান বোলারদেরও
টসে হেরে ব্যাট করতে নেমে আফগান পেসারদের তোপে পড়ে স্কটিশ ব্যাটসম্যানরা। এই ম্যাচেও ব্যর্থ হয় স্কটিশ টপঅর্ডার। ৪০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে স্কটল্যান্ড। তবে, ম্যাট মাচেনের ৩১ রান এবং শেষ দিকে বেরিংটনের ২৫ রানের কল্যাণে স্কটিশদের স্কোর ২০০ পেরোয়। শাপুর জাদরান ৩৮ রানে নেন চার উইকেট। অন্য দিকে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন দৌলত জাদরান।

অনবদ্য বিজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরা হন সামিউল্লাহ সেনওয়ারি।

এই ম্যাচে জয়ের ফলে পুল এ’র পয়েন্ট তালিকায় চারে উঠে এলো আফগানিস্তান। একেবারে তলানিতে চলে গেল স্কটিশরা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে যথারীতি নিউজিল্যান্ড। তাদের পরে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** স্কটিশদের স্তম্ভিত করে জয় ছিনিয়ে নিল আফগানরা
** স্বপ্ন দেখছে আফগানিস্তান
** জয়ের সুবাস পাচ্ছে স্কটিশরা
** এবার ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান
** সেনওয়ারির নবম অর্ধশতক
** আহমাদির অর্ধশতক, এগোচ্ছে আফগানিস্তান
** এক ওভারে দুই উইকেট নেই আফগানদের
** ভালো শুরু আফগান ওপেনারদের
** জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা
** টেলেন্ডারদের নৈপুণ্যে স্কটিশদের দু’শ রানের পুঁজি
** দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টা স্কটিশ টেল এন্ডারদের
** কিপারের নৈপুণ্যে আফগানদের ষষ্ঠ আঘাত
** একশ না পেরুতেই সাজঘরে পাঁচ স্কটিশ ব্যাটসম্যান
** ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড
** শুরুতেই স্কটিশ শিবিরে আফগানদের আঘাত
** ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।