ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বপ্নের মেলবোর্নে প্রথমবার নামলো টাইগাররা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
স্বপ্নের মেলবোর্নে প্রথমবার নামলো টাইগাররা

ঢাকা: ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ মাঠ হিসেবে বলা হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে (এমসিজি)।

তবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী মেলবোর্নের এ ক্রিকেট মাঠে বাংলাদেশ দল কখনোই খেলার সুযোগ পায়নি।

বিষয়টি অবাক করা হলেও সত্যি।

আর তাই তো ক্রিকেট ইতিহাসের ৩ হাজার ৬শ’ ১৫তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এ বিশ্বকাপ আসরের ১৮তম খেলায় এ মাঠে পদার্পণ হলো টাইগারদের।

তবে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা ভিন্ন। বাংলাদেশ দলের একমাত্র সাকিব আল হাসানেরই রয়েছে এ মাঠে খেলার পূর্ব অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ লীগের সর্বশেষ আসরে মেলবোর্ন রেনেগেডস দলের হয়ে অংশ নেন সাকিব আল হাসান। তখন তিনি খেলেছিলেন এ মাঠে।

এদিকে এমসিজিতে এর আগে ১৭টি ওয়ানডে খেলেছে শ্রীলংকা। এতে তাদের জয়ের স্মৃতি ৬ বার।

১৮৫৩ সালে প্রথমবার ক্রিকেট খেলা গড়ায় এমসিজে মাঠে। এই মুহূর্তে বিশ্বের ১৩তম বৃহৎ স্টেডিয়ামের মর্যাদা পাচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। দর্শক ধারণ ক্ষমতা ১০০০২৪। আর আলো ঝলমলে এমসিজি’র গর্বটাই আলাদা। বিশ্বের সবচেয়ে বেশি ফ্লাডলাইট সমৃদ্ধ স্টেডিয়াম এটি। আর যেখানে দিবারাত্রির ম্যাচে মাঠে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।