ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

ক্রিকেট

ফের সাকিবকে নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ফের সাকিবকে নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন শান্ত ছবি: সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি ফিরতে পারেননি আর দেশের ক্রিকেটে।

তারপরও রয়ে গেছেন ঠিকই। সংবাদ সম্মেলনে তাকে প্রায়ই প্রশ্ন করতে দেখা যায়। দেশ ছাড়ার আগেও বাংলাদেশি অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল তার ব্যাপারে। এবারও হয়নি তার ব্যতিক্রম।

দেশে থাকতে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অনেকটা বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। তবে রেহাই পাননি। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। এর আগে সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? বাংলাদেশ অধিনায়কে উত্তরে জানায়, ‘জ্বি না। ’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার পেছনে অবশ্য রয়েছে সাকিবের অবদান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেন সাকিব। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এই সিদ্ধান্তের কারণেই এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে বাংলাদেশ।

আসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।