২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) থেকে। এর আগে টুর্নামেন্টের জন্য রোহিত-কোহলিদের নতুন জার্সি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচনের একটি পোস্ট দিয়েছে বিসিসিআই। যেখানে নতুন জার্সি গায়ে ফটোশুটে অংশ নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তবে এই জার্সিটি সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজেই পরেছিল ভারত।
কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের জার্সিতে একটি পরিবর্তন আনা হয়েছে। জার্সির ডান দিকে রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির লোগো। এর নিচেই আয়োজক পাকিস্তানের নাম লেখা রয়েছে।
এর আগে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম রাখা হবে না, এমন খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া পরে নিশ্চিত করেন, আইসিসির নিয়ম মেনেই জার্সি প্রকাশ করা হবে।
আইসিসির জার্সি সংক্রান্ত আইন অনুযায়ী, আইসিসির সকল ইভেন্টের ক্ষেত্রে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে বাধ্যতামূলকভাবে আয়োজক দেশের নাম উল্লেখ করতে হবে। এমনকি নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলেও এই নিয়ম মানতে হবে।
মাসখানেক আগে পাকিস্তান সফরে ভারত সরকার আপত্তি জানালে চ্যাম্পিয়নস ট্রফি নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে আইসিসির মধ্যস্থতায় হাইব্রিড মডেলে অংশ নিতে রাজি হয় ভারত। তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল (ভারত যদি উঠতে পারে) হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এমএইচএম
These pics from today ?
— BCCI (@BCCI) February 17, 2025
How good ??#TeamIndia | #ChampionsTrophy pic.twitter.com/yM50ArMIj5