আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে ছিলেন তিনি।
এবারের আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সৈকত। তার সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার জোয়েল উইলসনের বিপরীতে চতুর্থ আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওয়ার্ফ। আর ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিল্ড আম্পায়ার হিসেবে সৈকত পরিচালনা করবেন দুটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ ছাড়া আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে থাকবেন তিনি। এছাড়া ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান হিসেবে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন। আর আর ১ মার্চ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত।
এদিকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পথচলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি; ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ার থাকবেন আড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। পরের ম্যাচে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। সেই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা। আর শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের খেলবে বাংলাদেশ। সেদিন আম্পায়ার থাকবেন হোল্ডস্টক ও মাইকেল গফ।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরইউ