ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

ক্রিকেট

বরিশালে শিরোপা উদযাপন করবেন তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
বরিশালে শিরোপা উদযাপন করবেন তামিমরা ছবি: সংগৃহীত

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে নিল ফরচুন বরিশাল। গত আসরে তারা জিতে প্রথমবারের মতো।

সেবার নিজেদের শহরে গিয়ে ট্রফি উৎসব করার কথা ছিল তামিম ইকবালদের। তবে সেটি আর হয়নি।

এবার সমর্থকদের হতাশ করতে চায় না বরিশাল। উৎসব করবে তারা। আগামী রোববার ট্রফি নিয়ে বরিশাল রওয়ানা দেবে ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল ফাইনাল ম্যাচ শেষে বিষয়টি জানান দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এইবার আমরা ঠিক করেছি, বরিশাল যাব। আমরা ৯ তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব ৯ তারিখ শিরোপা উদযাপন করতে। ’

বিপিএলের ফাইনাল ম্যাচে গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। এই রান তাড়া করতে নেমে শুরুর দিকে ভালো খেললেও পরে বিপাকে পরে বরিশাল। সেই ধাক্কা অবশ্য সামলে নেন রিশাদ হোসেন। ৩ বল হাতে রেখে নিশ্চিত করেন বরিশালের ৩ উইকেটের জয়।  

এই শিরোপায় অবদান রয়েছে বরিশালের কর্ণধার মিজানুর রহমানের। এমনটাই মনে করেন তামিম। তিনি বলেন, ‘অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি। ’

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।