ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিফলে থিকসানার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
বিফলে থিকসানার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড/সংগৃহীত ছবি

বল হাতে দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন মাহিশ থিকসানা। তাতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি তার দল শ্রীলঙ্কা।

বরং হেরে গেছে বেশ বড় ব্যবধানে। আর তাতে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনের সেডন পার্কে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ রানে জিতেছে কিউইরা। বৃষ্টি বাধায় ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৪২ রান তুলতেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।  

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই খাবি খায় শ্রীলঙ্কা। দলীয় ২২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি কেউই। আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম কামিন্দু মেন্ডিস। ৬৬ বলে ৬৪ রান করে অষ্টম উইকেট হিসেবে ফেরেন তিনি। ম্যাচ থেকে অবশ্য এর আগেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। ৩০.২ ওভারেই থামে তাদের ইনিংস। বল হাতে নিউজিল্যান্ডের উইলিয়াম ও'রর্কে ৩টি এবং জ্যাকব ডাফি ২টি উইকেট পান।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ২ উইকেট হারিয়েই তারা তুলে ফেলে ১৪৩ রান। ওপেনার উইল ইয়াং ১৬ রান করফে বিদায় নিলেও রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান ফিফটির দেখা পান। দুজনেই রান তুলেছেন দ্রুতগতিতে। রবীন্দ্র ৬৩ বলে ৭৯ রান ও চ্যাপম্যান ৫২ বলে ৬২ রান করে বিদায় নেন।

তবে এই দুজনের বিদায়ের পর তাদের রানের গতি কমে যায়। দলীয় ২৪৭ রান স্পর্শ করতেই টানা উইকেট হারায় তারা। বল হাতে হ্যাটট্রিক করেন থিকসানা। শেষ পর্যন্ত তার ঝুলিতে পুরেন ৪ উইকেট। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।