ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড ৩১ ছক্কা, হেলসের সেঞ্চুরিতে দাপুটে জয় রংপুরের

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
রেকর্ড ৩১ ছক্কা, হেলসের সেঞ্চুরিতে দাপুটে জয় রংপুরের ১৮৬ রানের জুটি গড়ার পথে সাইফ-হেলস। ছবি: সংগৃহীত

শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স তুললো দুইশ ছাড়ানো সংগ্রহ। হাফ সেঞ্চুরি পেলেন রনি তালুকদার ও জাকির হাসান।

শেষটা দারুণ করলেন অ্যারন জোন্স ও জাকের আলী। কিন্তু তাদের ওই রান যথেষ্ট হয়নি একদমই। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে দাপুটে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।  

সোমবার বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে এক ওভার আগেই জেতে রংপুর। এই ম্যাচে সবমিলিয়ে ৩১টি ছক্কার দেখা মিলেছে। যেখানে সিলেট মেরেছে ১৬টি ও রংপুরের ছক্কা ১৫টি।  যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২৯ ছক্কার দেখা মিলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)  ও ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর (২০২৪) ম্যাচে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় সিলেট স্ট্রাইকার্স। ১২ বলে ১৮ রান করে জর্জ মানসি ফিরলে এই জুটি ভেঙে যায়। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করে সিলেট।  

হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রনি তালুকদার। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করে মাহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি। জাকির হাসানকে সঙ্গে নিয়ে ২৩ বলে ৪১ রানের জুটি গড়েছিলেন ডানহাতি এই ওপেনার।  

জাকিরও পরে হাফ সেঞ্চুরি পান। ৪ ছক্কার ইনিংসে ৩৮ বলে ৫০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন তিনি। সিলেটের হয়ে শেষটা দারুণ করেন অ্যারন জোন্স ও জাকের আলী। ১৯ বলে ১ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। ৫ বলের তিনটিই ছক্কা হাঁকিয়ে জাকের করেন ২০ রান। দলের রানও ছাড়িয়ে যায় দুইশ।  

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচে বিপিএলে অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ব্যর্থ হন আরও একবার। ৫ বলে শূন্য রানে তানজিম হাসান সাকিবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন তিনি।  

এরপর বড় জুটি গড়েন হেলস ও সাইফ হাসান। ১০১ বলে ১৮৬ রানের জুটিতে ম্যাচ একদম মুঠোয় নিয়ে আসেন তারা। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে ১৮তম ওভারে গিয়ে তানজিম সাকিবের শিকার হন সাইফ। হেলসের সঙ্গে তার জুটিটি বিপিএলে দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

তবে হেলস শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসে ৫৬ বলে ১১৩ রান করেন এই ইংলিশ ওপেনার। এদিকে চার ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষেই আছে রংপুর।  

বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।