ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রনি-জাকিরের ফিফটির পর জাকেরের ক্যামিওতে সিলেটের ২০৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
রনি-জাকিরের ফিফটির পর জাকেরের ক্যামিওতে সিলেটের ২০৫ ছবি: সংগৃহীত

রনি তালুকদারের পর ফিফটির দেখা পেলেন জাকির হাসানও। শেষদিকে অ্যান জোন্স ও জাকের আলি অনিকের ক্যামিওতে রংপুরের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।

জয়ের জন্য রংপুরকে করতে হবে ২০৬ রান।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে সিলেট।  

রনি ও জর্জ মুন্সের ব্যাটে ভালো শুরু পায় সিলেট। উদ্বোধনী জুটিতে ৩০ বলে তারা যোগ করেন ৪৭ রান। জুটির অর্ধশতকের আগেই মুন্সেকে ১৮ রানে বিদায় করেন আকিফ জাভেদ। এরপর রনিকে সঙ্গ দেন জাকির। দারুণ ব্যাটিংয়ে ৪১ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৪ রানে রনি বিদায় নিলে ভাঙে এই জুটি। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় গড়া ছিল তার ইনিংসটি।  

ব্যাট চালাতে থাকা জাকিরও পান অর্ধশতকের দেখা। ৩৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। তবে বাকি দুই বল খেলেই বিদায় নিতে হয় তাকে। শেষদিকে তাণ্ডব চালান জাকের আলি অনিক ও অ্যারন জোন্স। ৯ বলে তাদের ৩৪ রানের জুটিতে দুইশ পার করে সিলেট। ৫ বলে ৩ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জাকের। ১৯ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৮ রানে অপরাজিত জোন্স।  

রংপুরের পক্ষে দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মাহেদি হাসান।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।