ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রশিদের ১১ উইকেটের ম্যাচে আফগানিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
রশিদের ১১ উইকেটের ম্যাচে আফগানিস্তানের জয়

হাতে ২ উইকেট নিয়ে শেষ দিনে ৩ ওভারও টিকতে পারল না জিম্বাবুয়ে। আগের ইনিংসের মতো এবারও অধিনায়ক ক্রেইগ আরভিনকে তুলে নিয়ে ইনিংসের ইতি টানেন রশিদ খান।

তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগারের ম্যাচে ৭২ রানের দারুণ এক জয় পায় আফগানিস্তান। শুধু তা-ই নয়, দুই ম্যাচের সিরিজ নিশ্চিত করে ১-০ ব্যবধানে।

যদিও এই ম্যাচে নাটকের কমতি ছিল না। বুলাওয়েতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। পরে ৮৬ রানের লিড নিয়ে জিম্বাবুয়ে থামে ২৪৩ রানে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। রহমত শাহ (১৩৯) ও ইসমত আলমের (১০১) সেঞ্চুরিতে ভর করে তোলে ৩৬৩ রান। আর জিম্বাবুয়েকে ছুড়ে দেয় ২৭৮ রানের লক্ষ্য।

জবাব দিতে নেমে রশিদ খানের ঘূর্ণির সামনে দাঁড়ানোর সুযোগই পায়নি জিম্বাবুয়ে। আজ ৮ উইকেটে ২০৫ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে তারা। যদিও অধিনায়ক আরভিন আশা দেখাচ্ছিলেন নাটকীয় কিছুর।  

কিন্তু ৫৩ রান করা এই ব্যাটারকে থামিয়ে স্বাগতিকদের সেই ২০৫ রানেই গুটিয়ে দেন রশিদ। ২৭.৩ ওভার বোলিং করে ৬৬ রান খরচে ৭ উইকেট শিকার করেন তিনি। আগের ইনিংসের ৪ উইকেট মিলিয়ে ম্যাচে ১৬০ রানের বিপরীতে ১১ উইকেট নেন এই লেগ স্পিনার। তাই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।  

এদিকে ২ ম্যাচে এক ডাবল সেঞ্চুরি ও এক সেঞ্চুরিসহ ৩৯২ রান করে সিরিজসেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এএইচএস


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।