ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হতাশা কাটিয়ে মোসাদ্দেকের চোখ ‘একশ ভাগ দেওয়ায়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
হতাশা কাটিয়ে মোসাদ্দেকের চোখ ‘একশ ভাগ দেওয়ায়’ ছবি: সংগৃহীত

টানা তিন ম্যাচ হেরে এখন অনেকটাই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। অনুশীলনে অবশ্য তারা বেশ সিরিয়াস।

তবে দলটির সোমবারের অনুশীলনের সব নজর মোসাদ্দেক হোসেনের দিকে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে নেয়নি কেউ।  

সিলেট পর্ব থেকে তিনি খেলবেন ঢাকার হয়ে। অনুশীলনে যোগ দেওয়ার পর হেড কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে লম্বা আলাপে দেখা গেছে তাকে। ব্যাট ও বল হাতেও অনুশীলন সেরেছেন। কিন্তু ড্রাফট থেকে দল না পাওয়ার পর কতটা হতাশ ছিলেন মোসাদ্দেক? 

উত্তরে তিনি বলেন, ‘হতাশা তো অবশ্যই। এটা আমি এনসিএল টি-টোয়েন্টির সময়ও বলেছিলাম যে, হতাশাজনক আমার জন্য (দল না পাওয়া)। ওই সময়টাতে সামনে যে খেলাগুলো ছিল, সেগুলোর ওপর ফোকাস করছিলাম। ওই সময় যে খেলাগুলো ছিল তাই খেলছিলাম। ’

‘আসলে ওই আশাটা ছিল যে হয়তো একটা সুযোগ আসতে পারে। সেটা যখন এসেছে, অবশ্যই ভালো লাগছে। একটা সুযোগ নতুন করে আবার ভালো খেলার। ভালো খেলার সুযোগ যদি এখানে থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে। ’ 

মোসাদ্দেক যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। প্রথমবারের মতো বিপিএলে আসা ফ্র্যাঞ্চাইজিটি বাইরে নানা আয়োজন করলেও মাঠের ক্রিকেটে সফল হতে পারছে না। এখানে কীভাবে অবদান রাখতে চান? প্রশ্ন ছিল মোসাদ্দেকের কাছে।  

তিনি বলেন, ‘এটা হতে পারে। একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি দল মোমেন্টাম না পায়, তাদের জন্য একটু কঠিন হয়। দল হিসেবে যদি মোমেন্টাম পায়, ভালো করার সুযোগ আছে। আবারও ঘুরে দাঁড়ানোর ওই সুযোগ তৈরি হয়ে যাবে আমার মনে হয়। যদি আমি সুযোগ পাই, আমার ইচ্ছে আছে দলকে ১০০ ভাগ দেওয়ার। যতটুকু দলকে কন্ট্রিবিউট করে ম্যাচ জেতাতে অবদান রাখা যায়। ’ 

মোসাদ্দেক নিজেও গত মৌসুমে খুব একটা ভালো করতে পারেননি। ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল স্রেফ ৯১ রান। বল হাতে পেয়েছিলেন তিন উইকেট। তবে গত মৌসুমের ওই পারফরম্যান্স মনে রাখতে পারেন না বলেই জানিয়েছেন মোসাদ্দেক।

তিনি বলেন, ‘এটা হতে পারে একজন খেলোয়াড়ের একটা বছর বা মৌসুম খারাপ যেতে পারে। ওটা নিয়ে আমি একদমই চিন্তিত না। আমি চিন্তা করছি যখনই সুযোগ আসবে অবশ্যই ভালো খেলার। যখন সুযোগ পাবো, চেষ্টা করবো দলে অবদান রাখার। আমার নিজের পারফরম্যান্সের দিকে অবশ্যই সেই ফোকাস থাকবে, আমি যতটুকু ভালো এখানে খেলবো, পরবর্তীতে দরজাগুলো খুলবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।