ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমরা জানি, কতটুকু সামর্থ্য আছে আমাদের: শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুন ২, ২০২৪
আমরা জানি, কতটুকু সামর্থ্য আছে আমাদের: শান্ত

বিশ্বকাপের আগে সময়টা একদমই ভালো কাটছে না বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষটিতে হেরে শুরু, এরপর যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যায় বাংলাদেশ।

এ নিয়ে হতাশা যখন বাড়ছে, তখন আরও একবার তারা ধাক্কা খেয়েছে প্রস্তুতি ম্যাচে এসে।

ভারতের বিপক্ষে শনিবার ৬০ রানে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচের ফলের চেয়েও চিন্তা ছিল খেলার ধরন নিয়ে। ৪১ রানেই টপ অর্ডার পাঁচ ব্যাটারকে হারিয়েছে তারা, পরে মাহমুদউল্লাহ রিয়াদের লড়াইয়ে ১২২ রান করে।  ম্যাচশেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য শোনালেন বোলারদের নিয়ে স্বস্তির কথা।

তিনি বলেন, ‘বোলাররা খুব ভালো করেছে। শরিফুল ও রিশাদ যেভাবে বল করেছে, আমি খুবই খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি, কিন্তু আমি আশা করি মূল টুর্নামেন্টে আমরা ভালো করবো। ’ 

‘পেছনে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, কতটুকু সামর্থ্য আছে আমাদের। আমাদের সাহসী হতে হবে আর নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। তাসকিন ও ফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যখন তারা ফিরবে, তখন খেলাটা অন্যরকম হবে। ’ 

এ ম্যাচে হারের সঙ্গে বাংলাদেশ আরও একটি জায়গায় অস্বস্তিতে পড়েছে। ভারতের ইনিংসের শেষ ওভার করতে এসে চোটে পড়েন পেসার শরিফুল ইসলাম। শেষ বল না করেই মাঠ ছাড়তে হয় তাকে। তার এখন কী অবস্থা?

এই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘শরিফুল এখনও পর্যবেক্ষণে আছে। সম্ভবত সে ঠিক হয়ে যাবে। বিশ্বকাপে প্রথম ম্যাচটা খেলতে সবাই রোমাঞ্চিত, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। ’

বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, ২ জুন, ২০২৪
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।