ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংকের সঙ্গে কমার্স প্লেক্স লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
ইসলামী ব্যাংকের সঙ্গে কমার্স প্লেক্স লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি সই

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমার্স প্লেক্স লিমিটেড, কানাডার মধ্যে একটি রেমিট্যান্স পরিষেবা চুক্তি সই হয়েছে।

সোমবার (৩ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এবং কমার্স প্লেক্স লিমিটেড, কানাডার চিফ স্ট্রাটেজিস অ্যান্ড অপারেশন্স অফিসার বাছির নিজেম এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, কমার্স প্লেক্স লিমিটেড, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ, ইসলামী ব্যাংকের ট্রেজারি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ডিভিশনপ্রধান মুহাম্মদ মাসউদ, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা ও ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।