ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সিত্রাং: প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা হয়েছে মনিটরিং সেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
সিত্রাং: প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা হয়েছে মনিটরিং সেল

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা।

প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।

সবাইকে সেলের হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এগুলো হলো: ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য সরকারি দফতরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন।

এ বিষয়ে শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেসসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার দলের সংসদ সদস্য ও জনপ্রতিনিধিসহ স্থানীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করে দ্রুত তথ্য জেনে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।