ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত বৃষ্টিভেজা ছাদ। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা নেই সূর্যের। রোববার (৫ ডিসেম্বর) মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে দুই একবার তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না।

একইসঙ্গে রয়েছে হিমেল হাওয়া।

সবকিছু মিলে আবহাওয়া ধীরে ধীরে শীতলের দিকে এগিয়ে চলছে। এর আগে শনিবার (৪ নভেম্বর) দিনভর সূর্যের দেখা যায়নি খুলনায়। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। এ অবস্থার পরিবর্তন হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। অসময়ে বৃষ্টি হওয়ায় কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের  প্রভাবে গত দুইদিন ধরে আকাশ মেঘলাসহ কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঝড়ে প্রভাব কেটে গেলে আবহাওয়া আবার স্বাভাবিক হবে। তবে, আগামী দুই-এক দিন পর থেকে বাড়বে শীতের প্রকোপ।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।