ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা পদযাত্রা

সাতক্ষীরা: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও স্বদেশের উদ্যোগে শহরের শহীদ স ম আলাউদ্দীন চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত পথসভায় জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সদস্য সচিব আলিনুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক ইদ্রিস আলী, উদীচীর জেলা সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের হার সর্বনিম্ন পর্যায়ে রাখা ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে।

এসময় জলবায়ু পরিবর্তন বিশেষত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা এবং বন্যাসহ নানাবিধ কারণে যেসব মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তাদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।