ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

১৫ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
১৫ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা ঘন কুয়াশায় মোড়া পঞ্চগড়। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ শুরু হয়েছে। এতে করে বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। সঙ্গে কুয়াশার চাদরে ঢাকা জেলার তেঁতুলিয়া উপজেলা। দিনের বেলা গরম আবহাওয়া থাকলেও রাতে ও সকালে ঠাণ্ডা অনুভব হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সারাদেশের মধ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এবং বুধবার (৬ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ডিসেম্বর থেকে পুরোপুরিভাবে এই শীত নামতে পারে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।