ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ফাল্গুনের শেষে খুলনায় ভারী বর্ষণ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ফাল্গুনের শেষে খুলনায় ভারী বর্ষণ খুলনা নগরীতে বৃষ্টি। ছবি: মানজারুল ইসলাম

খুলনা: ফাল্গুনের শেষে এসে ভারী বর্ষণ হয়েছে খুলনায়। শুক্রবার (১০ মার্চ) রাত থেকে শুরু করে শনিবার (১১ মার্চ) সকাল পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালের পর বৃষ্টির দাপট কমে এলেও মেঘলা আবহাওয়া বিরাজ করছে।

বৃষ্টিকে ধুলোবালি কমে নাগরিক মনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। আবার রাস্তায় বেরিয়ে অনেকে পানি দেখে চমকেও উঠেছেন।

বিশেষ করে রয়্যাল, শান্তিধাম, বাইতি পাড়া ও সাত রাস্তার মোড়ে।

তবে ভারী বর্ষণ হলেও শিলাবৃষ্টি বা ঝড়ো হাওয়া ছিল না। ফলে আমগাছের মুকুল ও গুটির তেমন ক্ষতি হয়নি। বৃষ্টিতে খুলনা নগরীর রাস্তায় জলাবদ্ধতা।  ছবি: মানজারুল ইসলাম

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ সকাল ১০টায় বাংলানিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যার পর দেড় ঘণ্টা ও শনিবার সকালে দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছে। এতে মোট ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার দুপুরের পর আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, সাগর থেকে গভীর সঞ্চালনশীল মেঘমালা বৃষ্টি হয়েছে। যা দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভেসে আসায় বৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমআরএম/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।