যশোর : বাংলাদেশিদের নির্যাতনের নতুন পদ্ধতির আশ্রয় নিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। তারা ধান্যখোলা সীমান্তের ওপারে ভারতের বনগাঁয় বেশ কয়েকজন বাংলাদেশিকে ধরে মারপিটের পর নিতম্বে ইনজেকশন পুশ করে।
নির্যাতিতদের মধ্যে তিনজন শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে শাহিন, আবদুস সামাদের ছেলে শরিফ এবং মঈনউদ্দিন ময়নার ছেলে মুলফিকার।
নির্যাতিতরা জানান, বৃহস্পতিবার রাতে ২০ জনের একটি দল ধান্যখোলা সীমান্ত পার হয়ে বনগাঁর বোয়ালদহ গ্রামের মিজানুর রহমানের কাছ থেকে গরু কিনতে যান। এসময় বিএসএফের হাতে আটক হন দলের বেশ কয়েকজন। বিএসএফ সদস্যরা তাদের বেদম মারপিট শেষে প্রত্যেকের নিতম্বে দুটি করে ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার পর তাদের শরীরে অসহ্য যন্ত্রণা হতে থাকে। কয়েকজন অজ্ঞানও হয়ে পড়েন। নির্যাতিতদের মধ্যে তিনজন শুক্রবার ভোরে পালিয়ে আসতে সক্ষম হন।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, চিকিৎসাধীন তিন যুবক জানিয়েছেন তাদের নিতম্বে বিএসএফ সদস্যরা দুটি করে ইনজেকশন পুশ করেছে। তবে কী ধরনের ইনজেকশন পুশ করা হয়েছে পরীক্ষা করা ছাড়া বলা যাবে না।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল কোম্পানি কমান্ডার জামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০১১