ঢাকা: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া ৬ দিনের সফরে আগামী ২১ মে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
সফরে তিনি নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিএনপি নেতা-কর্মীদের সমাবেশে বক্তব্য রাখবেন।
খালেদা জিয়ার সফরসূচি মোটামুটি চূড়ান্ত করা হয়েছে বলে দলটির ঢাকা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বিএনপি নেত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বিএনপির কয়েকজন নেতা-কর্মীর পাসপোর্ট এরইমধ্যে ঢাকার সংশ্লিষ্ট দূতাবাসে জমা দেওয়া হয়েছে। ভিসা প্রাপ্তির পর সফরসূচি চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
ঢাকা থেকে লন্ডন হয়ে খালেদা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন।
সফর শেষে ২৬ মে তার নিউইয়র্ক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
নিউইয়র্কে অবস্থানের পর তিনি সড়কপথে যাবেন ওয়াশিংটনে। এছাড়া আরও কয়েকটি শহরে তার যাওয়ার বিষয়টিও ভেবে দেখছেন আয়োজক নেতা-কর্মীরা।
খালেদার সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ঢাকায় এসেছেন। মঙ্গলবার তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।
খালেদা জিয়ার সফর উপলক্ষে ঢাকা থেকে টেলিফোনে ও ই-মেইলে যুক্তরাষ্ট্র বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন শমসের মোবিন চৌধুরী।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মোবিন চৌধুরী বুধবার সকালে বাংলানিউজকে বলেন, ‘সফরের প্রস্তুতি চলছে। নির্দিষ্ট দিনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ’
যুক্তরাষ্ট্র বিএনপির একটি সূত্র জানায়, নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ কয়েকটি স্থানে বিএনপি নেত্রীর সমাবেশ আয়োজনের জন্য প্রস্তুতি কমিটি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সফরে সমন্বয় এবং বিভিন্ন স্থানে সমাবেশ আয়োজনের জন্য ডা. মুজিবুর রহমান মজুমদারকে আহ্বায়ক, শরাফত হোসেন বাবু জ্যেষ্ঠ আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে বেলাল মাহমুদকে।
প্রস্তুতি কমিটিতে সহ-আহ্বায়ক হিসেবে রয়েছেন সোলায়মান ভূঁইয়া, জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, জসিমউদ্দিন ভূ্ইঁয়া।
এছাড়া ওই কমিটির সদস্যরা হলেন আব্দুল লতিফ সম্রাট, মোহাম্মদ গিয়াস, বুলবুল, কানাডা বিএনপি নেতা ফয়সাল চৌধুরী, তোফায়েল লিটন চৌধুরী ও ড. গুলজার।
বিএনপি নেত্রীর এ সফর উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উদ্দীপনা থাকলেও সফরের বিভিন্ন কর্মসূচি আয়োজন নিয়ে অঙ্গ সংগঠনসহ তারেক রহমানকেন্দ্রিক কয়েকটি সংগঠনের নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বও শুরু হয়েছে বলে সূত্র জানায়। কারণ খালেদা জিয়ার কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ কেউই হাতছাড়া করতে চান না।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ০৪, ২০১১