ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

এমাসের মধ্যেই ফের ফ্লাইট চালু করতে চায় রিজেন্ট এয়ারওয়েজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমাসের মধ্যেই ফের ফ্লাইট চালু করতে চায় রিজেন্ট এয়ারওয়েজ

ঢাকা: বহরে থাকা চার উড়োজাহাজ নিয়ে নভেম্বরের মধ্যে অপারেশনে আসতে চায় রিজেন্ট এয়ারওয়েজ। সোমবার (৯ নভেম্বর) এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানিয়েছে।

 

কোভিড-১৯ পরিস্থিতিতে প্রায় আট মাস ধরে ফ্লাইট বন্ধ রয়েছে এয়ারলাইন্সটির। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বর ফের ফ্লাইট পরিচালনার কথা ছিল রিজেট এয়ারওয়েজের।

তবে ফ্লাইট পরিচালনার চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় ওইদিন থেকে অপারেশনে আসতে পারছে না রিজেন্ট।

রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার আশিষ রায় চৌধুরী বলেন, এয়ার অপারেশন সার্টিফিকেট (এওসি) নবায়ন না হওয়ায় আমাদের অপারেশনে (ফ্লাইট পরিচালনা) আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। এওসি নবায়নের জন্য যে ইনস্পেকশন দরকার ছিল সেটা হয়ে গেছে। এখন এওসি পাওয়ার পরপরই আমরা অপারেশনে আসব। এক্ষেত্রে নভেম্বর মাসের শেষের দিকেই অপারেশনে আসতে পারব বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০
টিএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।