ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ভিজিবিলিটি কম, সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
ভিজিবিলিটি কম, সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘন কুয়াশায় প্লেন চলাচল বন্ধ

নীলফামারী: ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তবে কোনো ফ্লাইট এখনো বাতিল করা হয়নি। এ কারণে বিমানের কয়েকটি ফ্লাইটের যাত্রীরা অপেক্ষা করছেন।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ভিজিবিলিটি ছিল মাত্র ৫০০ মিটার। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন।  

তিনি বলেন, এমন আবহাওয়ায় দুপুরের আগে ফ্লাইট চলাচলের সম্ভাবনা কম। শীতকালে মূলত এ ধরনের পরিস্থিতিতে বিমান চলাচল করে থাকে।  

সকালে নভোএয়ারের যাত্রী শহিদুল হক বলেন, দরকারি কাজে ঢাকা যাওয়া প্রয়োজন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। এয়ার অ্যাস্ট্রার যাত্রী সালমা বেগম জানান, সকালে ঠাকুরগাঁও থেকে এসেছি ফ্লাইট ধরার জন্য। এসে শুনি কুয়াশার কারণে বিমান চলাচল দেরি হবে।  

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর, ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।