ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের সিলেট-কক্সবাজার রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
বিমানের সিলেট-কক্সবাজার রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

ঢাকা: উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে সিলেট-কক্সবাজার রুটের টিকিটে ১৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

রোববার (২৫ অক্টোবর) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। কক্সবাজার থেকে সপ্তাহের প্রতি রোববার ও মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেটের উদ্দেশে উড্ডয়ন করবে।  

সব ভ্যাট-ট্যাক্সসহ সিলেট-কক্সবাজার রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ৯ হাজার ৪শ টাকা। ওয়ানওয়ে অর্থাৎ শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকিটের দাম পড়বে ৪ হাজার ৭শ টাকা।  

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে টিকিটে ১৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।