ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

৯ দিনে সৌদি গেলেন ৮ হাজার ৪২৭ জন প্রবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
৯ দিনে সৌদি গেলেন ৮ হাজার ৪২৭ জন প্রবাসী

ঢাকা: গত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট নয়দিনে ২৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন আট হাজার ৪২৭ জন প্রবাসী বাংলাদেশি। সোমবার (১৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্রটি জানায়, এ নয়দিনে ২৬টি ফ্লাইটে সৌদি গেছেন ৮ হাজার ৪২৭ জন প্রবাসী।
এ নয়দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি ও সৌদি এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।  

বিমান ও সৌদি এয়ারলাইন্স ফিরতি টিকিটধারীদের কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করছে। এদিকে সৌদিগামী ফ্লাইটের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
টিএম/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।