ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বুধবার থেকে দোহা রুটে ইউএস-বাংলার ৩ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
বুধবার থেকে দোহা রুটে ইউএস-বাংলার ৩ ফ্লাইট

ঢাকা: বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে ঢাকা-দোহা-ঢাকা রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে এ রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

করোনাকালীন সময়ে সোয়া পাঁচ মাস পর গত ৩১ আগস্ট কাতারের দোহায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ফ্লাইট চালুর ১০ দিনের মাথায় বৃহস্পতিবার থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে তিনটি করল বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।

বর্তমানে সোম ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দোহা থেকে একই দিন স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে। বৃহস্পতিবার থেকে ঢাকা থেকে দোহায় সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।