ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

করোনা আক্রান্ত হলে যাত্রীকে দেড় কোটি টাকা দেবে ফ্লাই দুবাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
করোনা আক্রান্ত হলে যাত্রীকে দেড় কোটি টাকা দেবে ফ্লাই দুবাই

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ে ভ্রমণ করে করোনায় আক্রান্ত হলে এক লাখ ৭৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকা) পাবেন আক্রান্ত যাত্রী।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ভ্রমণ করার ৩১ দিনের মধ্যে কোনো যাত্রীর করোনা শনাক্ত হলে সেই যাত্রীকে প্রায় দেড় কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও করোনায় আক্রান্ত যাত্রীকে কোয়ারেন্টিনে থাকার খরচ হিসেবে ১৪ দিন দৈনিক ১১৭ মার্কিন ডলার করে দেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় উড়োজাহাজ সংস্থা হিসেবে ফ্লাইটে করোনা আক্রান্ত হলে যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলো ফ্লাই দুবাই।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের আরেক উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স এ ধরনের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।