ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ফের কাতারে ফ্লাইট শুরু করছে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
ফের কাতারে ফ্লাইট শুরু করছে বিমান ...

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনায় প্রায় সাড়ে ৫ মাস পর কাতারের দোহায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-দোহা-ঢাকা রুটে বিমান পুনরায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত তথ্য জানা যাবে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, ৭ সেপ্টেম্বর থেকে দোহায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে বিমান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।