ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

নির্ধারিত ল্যাবে করোনা পরীক্ষা করে যাওয়া যাবে আমিরাতে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
নির্ধারিত ল্যাবে করোনা পরীক্ষা করে যাওয়া যাবে আমিরাতে 

ঢাকা: সংযুক্ত আরব আমিরাত নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করে দেশটিতে ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

রোববার (১২ জুলাই) সংস্থাটি এ তথ্য জানিয়েছে।  

এতে বলা হয়, আগামী ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত সরকার নির্ধারিত পরীক্ষাগার থেকে কোভিড-১৯ এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে।

এই পরীক্ষা ভ্রমণ/যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। কেবল নেগেটিভ সার্টিফিকেটধারী আবুধাবি ও দুবাইগামী যাত্রীরা বিমানে ভ্রমণ করতে পারবেন।  

সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত পরীক্ষাগারের লিস্ট বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।  

বিস্তারিত বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা বিমানের কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ কল করে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।