ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

৫৪ ফরাসি নাগরিককে ঢাকায় আনলো নভোএয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২৪, ২০২০
৫৪ ফরাসি নাগরিককে ঢাকায় আনলো নভোএয়ার

ঢাকা: ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভুত ফরাসী নাগরিক ও স্থায়ী বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার।

বুধবার (২৪ জুন) সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফ্রান্সগামী যাত্রীদের ঢাকায় আনা হয়।

নভোএয়ারের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

পরে অন্য একটি বিমান সংস্থার বিশেষ ফ্লাইটে তারা প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোরে ৩ টি, সৈয়দপুরে ৪টি ও সিলেটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ২৪, ২০২০
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।