ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

চট্টগ্রাম থেকে কলকাতায় বিমানের চার্টার্ড ফ্লাইট  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২০
চট্টগ্রাম থেকে কলকাতায় বিমানের চার্টার্ড ফ্লাইট  

ঢাকা: বুধবার (২৪ জুন) চট্টগ্রাম থেকে কলকাতায় চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

মঙ্গলবার (২৩ জুন) বিমান সূত্রে এ তথ্য জানা যায়।  

বিমানের জনসংযোগ দপ্তর জানিয়েছে, বুধবার সকাল ১০টায় ২৫ জন ভারতীয় নাগরিক নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন এসব ভারতীয় নাগরিক বাংলাদেশে অটকা পড়েছিলেন।  

চার্টার্ড ফ্লাইটটি কলকাতা নেতাজী সুভাস বিমানবন্দরে যাত্রী নামিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।