ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে সাতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা স্থগিতের সময়সীমা বাড়ালো বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

শুক্রবার (২৭ মার্চ) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ১৫ এপ্রিল, কুয়ালালামপুর ১৪ এপ্রিল, সিঙ্গাপুর ৭ এপ্রিল, মাস্কাট ২৯ এপ্রিল ও ব্যাংককে ১৮ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

এছাড়া অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে ৪ এপ্রিল পর্যন্ত। আর ২৯ মার্চ থেকে শুধু প্রতি রোববার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে।  

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এসব রুটে উড়বে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।