ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

শাহজালালে প্লেন ওঠানামা স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
শাহজালালে প্লেন ওঠানামা স্বাভাবিক

ঢাকা: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা প্লেন ওঠানামা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম।

সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টা পর্যন্ত দেশের প্রধান এই বিমানবন্দরে প্লেন ওঠানামা করতে পারেনি।  

জানা গেছে, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে প্লেন ওঠানামা করতে পারে।

সাধারণত ভিজিবিলিটি বা দৃষ্টিসীমা তিন হাজার মিটার বা তার নিচে নামলেই আবহাওয়া অধিদপ্তর এভিয়েশন ওয়ার্নিং দেয়, সেটি দুই হাজার বা তার নিচে এলে তখন প্লেন নামতে পারে না। ঢাকায় ঘনকুয়াশা পড়ায় সেই মাত্রার নিচে নেমে যাওয়ায় প্লেন ওঠানামা বন্ধ হয়ে যায়।  

বিমানবন্দর সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে যায়। দুপুরের দিকে পুরোপুরি প্লেন ওঠানামা স্বাভাবিক হয়।  

সূত্র জানায়, ঢাকা থেকে সকাল ৯টা ৪৪ মিনিটে ব্যাংককের উদ্দেশে বিমানের বিজি-০৮২ ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়া ব্যাংকক থেকে আসা বিমানের বিজি-০৩৮ ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে।

আবার সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার-৩০২ ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে। ইউএস-বাংলার গুয়াংজু থেকে আসা ৩২৬ ফ্লাইটটি শাহজালালে অবতরণ করতে না পেরে মিয়ানমার অবতরণ করেছে। দোহা থেকে আসা ইউএস-বাংলার অপর একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে।

অন্যদিকে ইউএস-বাংলার মাস্কাট থেকে আসা আরও একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করেছে।  

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বাংলানিউজকে বলেন, কুয়াশার কারণে ভোর থেকে ভিজিবিলিটি শূন্য হওয়ায় প্লেন ওঠানামা বন্ধ রাখা হয়। ভিজিবিলিটি ভাড়ায় সকাল ১০টার দিকে প্লেন ওঠানামা শুরু হয়। যা দুপুর নাগাদ একেবারে স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।