ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

মঙ্গলবারই দেশে আসছে ড্রিমলাইনার ‘অচিন পাখি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
মঙ্গলবারই দেশে আসছে ড্রিমলাইনার ‘অচিন পাখি’

ঢাকা: লাল সবুজের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক প্রযুক্তির ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ আগামী মঙ্গলবারই (২৪ ডিসেম্বর) দেশে আসছে।

সোমবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে ঢাকার পথে সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে উড়াল দেবে ‘অচিন পাখি’।  

টানা ১৬ ঘণ্টা আকাশে উড়ে প্রায় ১৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ‘অচিন পাখি’র।

 

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বিমান সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা থাকছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি ও ২৪৭টি ইকোনমি ক্লাস।  

সবশেষ ২২ ডিসেম্বর বিমানের বহরে যুক্ত হয় একই মডেলের উড়োজাহাজ ‘সোনার তরী’। এনিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৭টি। বহরে ‘অচিন পাখি’ যোগ হলে বিমানের উড়োজাহাজের সংখ্যা হবে ১৮টি। এর মধ্যে ৬টি লিজে আনা উড়োজাহাজ। বাকি ১২টি হবে বিমানের নিজস্ব উড়োজাহাজ।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উড়োজাহাজ দু’টির নামকরণ করেছেন ‘সোনারতরী’ ও ‘অচিন পাখি’। আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) নতুন উড়োজাহাজ দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নতুন উড়োজাহাজ দুটি যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে চলবে।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।