ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

পরিচালক পদ হারালেন ক্যাপ্টেন ফারহাত জামিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
পরিচালক পদ হারালেন ক্যাপ্টেন ফারহাত জামিল ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক পদ হারালেন ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে পাইলট এ বিএম ইসমাইলকে।

রোববার (২০ অক্টোবর) বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিনের এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে।

 

তথ্য মতে, ২০১৬ সালের ৮ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক পদের দায়িত্ব পান ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল। এ বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদের দায়িত্ব দেওয়া হয় ফারহাত হাসান জামিলকে।  

বিমান সূত্র জানায়, চলতি বছরের ৩০ এপ্রিল অনিয়মের অভিযোগে বিমানের এমডি ও সিইও এএম মোসাদ্দিক আহমেদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলে তিনি এ পদের দায়িত্ব পান। ১ মে থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।