ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

আকাশে যান্ত্রিক ত্রুটি, ১ ঘণ্টা উড়ে জরুরি অবতরণ বিমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আকাশে যান্ত্রিক ত্রুটি, ১ ঘণ্টা উড়ে জরুরি অবতরণ বিমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর ফিরে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিজি ০৮৪ নম্বর ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।  

টেকনিক্যাল সমস্যার কারণে পাইলট এক ঘণ্টা ৫ মিনিট আকাশে ওড়ার পর ফের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন।

সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, এটা জরুরি অবতরণ নয়। আকাশে ওড়ার পর পাইলট হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা পেয়েছেন। তাই প্লেন ফিরিয়ে এনেছেন। স্বাভাবিকভাবেই ফ্লাইটটি অবতরণ করেছে। তাই কোনো হতাহত নেই।  

তিনি আরও জানান, অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।