ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানে তিন পদে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
বিমানে তিন পদে রদবদল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিমানের জারি করা আদেশে এ রদবদল করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বলা হয়, বিমানের জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরের মহাব্যবস্থাপক মো. শওকত হোসেনকে (পি নম্বর-৩৩৭৪৮) কেন্দ্রীয় বিক্রয় ও বিপণন বিভাগের বিপণন ও বিক্রয় পরিদফতরের মহাব্যবস্থাপক পদে বদলি করা হলো। একই সঙ্গে তিনি বিপণন ও বিক্রয় বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকবেন।

অপরদিকে বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক পদ থেকে মাহবুব জাহান খানকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ 

প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের অধীন মোটর ট্রান্সপোর্ট পরিদফতর থেকে উপ-মহাব্যবস্থাপক শামসুল করিমকে (পি নম্বর-৩৬৩৪২) জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরে বদলি করা হয়েছে।

পরিদফতর নিরাপত্তা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান মৃধাকে (পি নম্বর-৩৩৭৩৯) প্রকিউরমেন্ট আইন বিভাগের উপ-বিভাগ যানবাহনে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।