ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াবে নভোএয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াবে নভোএয়ার নভোএয়ার

ঢাকা: আগামী ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সৈয়দপুর রুটে একটি ফ্লাইট বাড়াবে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

রোববার (২১ জুলাই) এয়ারলাইন্সটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করে নভোএয়ার।

আগামী ১ আগস্ট থেকে আরেকটি ফ্লাইট বাড়ানো হবে। ফলে ওই রুটে প্রতিদিন ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে পাঁচটি।

নভোএয়ারের জনসংযোগ কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন বলেন, ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায় নভোএয়ারের ফ্লাইট। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি দুপুর ১টায় সৈয়দপুরের উদ্দেশে ও দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

আরও বলা হয়, নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর রুটে পাঁচটি করে এবং সিলেট রুটে দু’টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।