ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

মালয়েশিয়ায় পুরস্কার পেলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
মালয়েশিয়ায় পুরস্কার পেলো ইউএস-বাংলা এয়ারলাইন্স শহীদুল ইসলামের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে কান্ট্রি ম্যানেজার মো. শহীদুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন

ঢাকা: সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাপুরে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ধারাবাহিকভাবে প্রবাসীদের ভালো সেবা দেওয়ায় ইউএস-বাংলাকে সেরা সার্ভিস প্রদানকারী এয়ারলাইন্স হিসেবে পুরস্কৃত করা হয়েছে। 

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অপারেশন ম্যানেজার মো. শহীদুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন। এ পুরস্কারপ্রাপ্তিতে ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসীদের সেবায় আরো বেশি উৎসাহিত হবে।



বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কুয়লালামপুর ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা রুটসহ বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে অত্যন্ত সুনামের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।