ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

তার্কিশ এয়ারলাইন্সের সেরা এজেন্সিগুলো পুরস্কৃত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
তার্কিশ এয়ারলাইন্সের সেরা এজেন্সিগুলো পুরস্কৃত বাংলাদেশে নিজেদের সেরা এজেন্সিগুলোকে পুরস্কৃত করলো তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্স

ঢাকা: বাংলাদেশে নিজেদের সেরা এজেন্সিগুলোকে পুরস্কৃত করলো তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্স। 

বুধবার (২৭ মার্চ)  সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র হলরুমে অনুষ্ঠিত ‘অ্যাওয়ার্ড নাইট ২০১৯’ অনুষ্ঠানে ২০১৮ অর্থবছরে শীর্ষ ১০ এজেন্সিকে পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করায় সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও তার্কিশ এয়ারলাইন্সের সরাসরি বিক্রয় প্রতিনিধি এয়রোমেটকে সম্মাননা জানানো হয়।

তার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর এমরাহ কারাজা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তার্কিশ কার্গো মধ্যপ্রাচ্য ও এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি হালিত তুনজার, তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের জিএসএ প্রতিষ্ঠান এরোম্যাট সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল লতিফ শাহরিয়ার জাহিদী ও নির্বাহী পরিচালক কাসফিয়া জাহিদী, তার্কিশ এয়ারলাইন্স ঢাকা বিমানবন্দর স্টেশন ম্যানেজার দেনিজ কাট এবং আঞ্চলিক অর্থ নির্বাহী ইয়াহহিয়া দেভেলিওউলু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত তার্কিশ এয়ারলাইন্স ৩৩৮ বিমানের বহর নিয়ে সেবা দিয়ে যাচ্ছে যাত্রী ও কার্গো বিভাগ দু’টিতে। বর্তমানে ৪১টি অভ্যন্তরে  এবং ২৫৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি। যাত্রী পরিবহন গন্তব্যের হিসেবে পৃথিবীর প্রথম অবস্থানে থাকা তার্কিশ এয়ারলাইন্স ১২৪টি দেশের মোট ৩০৬টি গন্তব্যে যাতায়াত করে থাকে। আন্তর্জাতিক বিমান সংস্থা স্টার এলাইয়েন্সের সদস্য তার্কিশ এয়ারলাইন্স পরপর ৬ বার ইউরোপের প্রথম বিমান সংস্থার খেতাব অর্জন করে।

তুরস্কের শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা মুগ্ধ করে অতিথিদেরপ্রধান অতিথি তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এমরাহ কারাজা বলেন, যাত্রীসেবাই মূল উদ্দেশ্য নিয়ে পথ চলার ৮০ বছর পেরিয়ে নতুন প্রজন্মের জন্য যুগোপযোগীভাবে তৈরি হচ্ছে তার্কিশ এয়ারলাইন্স।  

আগামী মাসে তুরস্কের ইস্তানবুলে উদ্বোধন হতে যাওয়া নতুন বিমানবন্দর সম্পর্কে তথ্য দিয়ে কারাজা বলেন, বিশ্বের অন্যতম বড় বিমানবন্দরের তালিকায় স্থান পাওয়া ইস্তানবুল বিমানবন্দরটি তার্কিশ এয়ারলাইন্সের নতুন হাব পয়েন্ট হিসেবে চালু হবে আগামী ৬ এপ্রিল। এর মাধ্যমে ইউরোপ-এশিয়ার মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে ভিত্তি করে আন্তঃমহাদেশীয় যাত্রী পরিবহনে নতুন অধ্যায়ের উন্মোচন করতে যাচ্ছে বলে মনে করে তার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে তার্কিশ এয়ারলাইন্স নিবন্ধিত ১৫০টি  ট্রাভেল এজেন্সি ও ৫০ কার্গো এজেন্সির প্রতিনিধি  যোগ দেন। তুরস্ক থেকে আগত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও তুরস্কের ঐতিহ্যবাহী খাবারে অতিথিদের আপ্যায়ন করানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।