ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীরা

ঢাকা: সাভার গলফ ক্লাবে নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের সভাপতি ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান।

নভোএয়ারের পৃষ্ঠপোষকতায় সাভার গলফ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। তিন দিনব্যাপী টুর্নামেন্টে ছয়টি বিভাগে দেশি-বিদেশি প্রায় তিনশ’ গলফার অংশ নেন।  

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন রইস উদ্দিন সিদ্দিকী। এছাড়া জুনিয়র উইনার হিসেবে ইনকিয়াদ বিন আরমান, লেডিস উইনার হিসেবে নিলা আজিজ, সিনিয়র উইনার হিসেবে লে. কর্নেল এ কে এম গোলাম মোস্তবা, সুপার সিনিয়র উইনার হিসেবে কর্নেল আমিনুল ইসলাম (অব.) এবং ভেটেরান উইনার হিসেবে তানভীর মাদার পুরস্কার গ্রহন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাভার গলফ ক্লাবসহ অন্যান্য গলফ ক্লাব ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে গলফ ছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে কাজ করে আসছে। সূচনালগ্ন থেকেই নভোএয়ার বিভিন্ন গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।