ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-সৈয়দপুর রুটে ডানা মেলছে রিজেন্ট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ঢাকা-সৈয়দপুর রুটে ডানা মেলছে রিজেন্ট সৈয়দপুরের গন্তব্যেও ডানা মেলবে রিজেন্ট এয়ারওয়েজ

ঢাকা: ২২ জানুয়ারি (সোমবার) সৈয়দপুর গন্তব্যে ডানা মেলছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি  উড়োজাহাজ সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। প্রথম দিকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দু’টি করে ফ্লাইট চালানো হবে। 

শনিবার (১৩ জানুয়ারি) সংস্থাটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, প্রতিদিন সকাল ৯টায় ঢাকা থেকে ছেড়ে ১০টা ১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে ফ্লাইটটি।

সেখান থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

আর দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে ৪টা ১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে। সেখান থেকে সকাল সাড়ে ৪টায় ছেড়ে বিকেল ৫ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।  

সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২ হাজার ৬৯৯ টাকা এবং রির্টান ৫ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।  

রিজেন্ট এয়ারওয়েজের সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট এবং ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

আগামী মাসে অভ্যন্তরীণ রুটে আরও দু’টি গন্তব্যে ডানা মেলবে রিজেন্ট এয়ারওয়েজ। এগুলো হচ্ছে- যশোর ও সিলেট।  

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার অভ্যন্তরীণ রুট ছাড়াও ৭টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে রিজেন্ট এয়ারওয়েজ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।