ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

নিউজটোয়েন্টিফোর-এয়ার এশিয়া সেবা বিনিময় চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
নিউজটোয়েন্টিফোর-এয়ার এশিয়া সেবা বিনিময় চুক্তি সই ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর ও এয়ার এশিয়ার মধ্যে সেবা বিনিময়বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর ও এয়ার এশিয়ার মধ্যে সেবা বিনিময়বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।

নিউজটোয়েন্টিফোরের প্রধান নির্বাহী ও বাংলাদেশ প্রতিদিন সম্প‍াদক নঈম নিজাম এবং এয়ার এশিয়া বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট- জিএসএ প্রতিষ্ঠান টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান কে এম মজিবুল হক চুক্তিতে সই করেন।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান-এর বাসভবনে এ চুক্তি সই হয়। এ সময় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, আগামী একবছর নিউজটোয়েন্টিফোরকে প্রতিমাসে ঢাকা-কুয়ালালামপুর রুটে চারটি করে টিকিট দেবে এয়ার এশিয়া। বিনিময়ে এয়ার এশিয়ার প্রচারণায় সহায়তা করবে নিউজটোয়েন্টিফোর।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএন/এএ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।