ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগ দিয়েছেন শাকিল মেরাজ।

রোববার (০২ অক্টোবর) বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাকিল মেরাজ জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যমসহ বহিঃযোগযোগ, মার্কেটিং কমিউনিকেশন এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা বিষয়ে দায়িত্ব পালন করবেন।

তিনি দুই দশকেরও বেশি সময় ধরে এয়ারলাইন্স ব্যবস্থাপনায় বিভিন্ন বিভাগে কাজ করে নানামুখী কর্মঅভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও লন্ডন, কলম্বো, সিঙ্গাপুর, সোফিয়া এবং জেনেভায় অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। সাংবাদিকতায় তার অভিজ্ঞতা রয়েছে, ইংরেজি দৈনিক ‘দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’ -এ তিনি কাজ করেছেন। বিভিন্ন পেশাগত এবং সামাজিক সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।